মির্জাগঞ্জ উপজেলার ভূভাগ সমতল থেকে কিছুটা অসমতল পলল ভূমির ডাংগা ও বিল নিয়ে গঠিত। এ উপজেলাকে প্রধানতঃ দু’টি ভূ-প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে। যথাঃ (ক) কটাল পলল ভূমি এবং (খ) মেঘনা পলল ভূমি।
মোট আয়তন ৩৫,৫৮৫ হেক্টর, উপজেলার প্রায় ৭৪ শতাংশ। উপজেলার পূর্বাংশ বাদে অবশিষ্ট সম্পূর্ণ এলাকা এ ভূ-প্রাকৃতিক অঞ্চলের অন্তর্ভূক্ত। এলাকাটি সমতল ডাংগা এবং প্রশস্ত বিল ভূমি দ্বারা গঠিত এবং ছোট বড় খাল দ্বারা বিভক্ত। উঁচু ডাংগা জমি বর্ষা বা জোয়ারের পানিতে প্লাবিত হয়না। নীচু ডাংগা এবং বিলভূমি বর্ষা ও জোয়ারের পানিতে স্বল্প গভীর ভাবে প্লাবিত হয়, তবে কিছু অংশ মাঝারি গভীর ভাবে প্লাবিত হয়। এ কটাল পলল ভূমির পলি গাংগেয় উৎস হতে আগত এবং নতুন অবস্থায় চুনযুক্ত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS