পটুয়াখালীরপটভূমিঃ
‘নারিকেল, সুপারী, তাল, জাল আর জালি
নদী আর খাল-বিল এই পৌট্টাখালী’
-এই হল সমুদ্রস্নাত, শ্যামল ছায়াচ্ছাদিত আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের লীলাভূমি মির্জাগঞ্জ। মির্জাগঞ্জ উপজেলা
সৃষ্টির ইতিহাস বহু পুরণো। জনশ্রুতি আছে যে, এখানে মির্জাদের জমীদারীএস্টেট ছিল। তারাই এই এলাকার মানুষের সুখ-দু:খের সাথি ছিল। তাদের জমি-জমা চাষাবাদ করত এতদ অঞ্চলের মানুষ। শিক্ষা ও ধর্মীয় মিক্ষা বিস্তারে তাদের অনেক আবদান ছিল। মির্জারাই এ এলাকার মানুষের হ্রদয় স্থান পেয়েছিল। এই মির্জাদের নাম অনুসারেই ধারনা করা হয় যে, মির্জাগঞ্জ নাম করন করা হয়েছে। ১৮১২ সালে থানা হিসেবে পরিচিতি লাভ করে। এর পর আর পিছনে তাকাতে হয়নি। ১৯৮ ৪ সালে উপজেলায় রুপান্ত্রিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS