Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সকল সদস্য এক দিনের বেতন মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”


মির্জাগঞ্জ উপজেলার ইতিহাস

পটুয়াখালীরপটভূমিঃ

 

‘নারিকেল, সুপারী, তাল, জাল আর জালি

                                                    নদী আর খাল-বিল এই পৌট্টাখালী’

 

-এই হল সমুদ্রস্নাত, শ্যামল ছায়াচ্ছাদিত আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের লীলাভূমি মির্জাগঞ্জ। মির্জাগঞ্জ উপজেলা

সৃষ্টির ইতিহাস বহু পুরণো। জনশ্রুতি আছে যে, এখানে মির্জাদের জমীদারীএস্টেট ছিল। তারাই এই এলাকার মানুষের সুখ-দু:খের সাথি ছিল। তাদের জমি-জমা চাষাবাদ করত এতদ অঞ্চলের মানুষ। শিক্ষা  ও ধর্মীয় মিক্ষা বিস্তারে তাদের অনেক আবদান ছিল। মির্জারাই এ এলাকার মানুষের হ্রদয় স্থান পেয়েছিল। এই মির্জাদের নাম অনুসারেই ধারনা করা হয় যে, মির্জাগঞ্জ নাম করন করা হয়েছে। ১৮১২ সালে  থানা হিসেবে পরিচিতি লাভ করে। এর পর আর পিছনে তাকাতে হয়নি। ১৯৮ ৪ সালে  উপজেলায় রুপান্ত্রিত হয়।